গ্যাস-বিদ্যুতের দাম নিয়ে হাই কোর্টের রুল | BD Times365 গ্যাস-বিদ্যুতের দাম নিয়ে হাই কোর্টের রুল | BdTimes365
logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫২
গ্যাস-বিদ্যুতের দাম নিয়ে হাই কোর্টের রুল
বিডিটাইমস ডেস্ক

গ্যাস-বিদ্যুতের দাম নিয়ে হাই কোর্টের রুল

চার মাস আগে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার এ রুল জারি করে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং এর চেয়ারম্যাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৭ অগাস্ট বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়।

চলতি বছর ৭ সেপ্টেম্বর ক্যাবের পক্ষ থেকে এই রিট আবেদন করা হয়। এর পক্ষে শুনানি করেন এম সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

বিডিটাইমস ৩৬৫ ডটকম/একে