লাখো মানুষের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ | BD Times365 লাখো মানুষের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ | BdTimes365
logo
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ১৪:১৯
লাখো মানুষের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ
মো. মেহেদী হাসান, সাভার প্রতিনিধি

লাখো মানুষের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। এইদিনে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে বীর শহীদদের।

এদিকে ১৬ ডিসেম্বর প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সরজমিনে দেখা যায়, স্মৃতিসৌধে চলছে ধোয়ামোছা এবং রং দেওয়ার কাজ। রোপণ করা হয়েছে নানা জাতের বাহারি রংয়ের ফুল গাছ। লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এবং চলছে আলোকসজ্জার কাজও।  

বাইরের দিকেও চলছে ঘষামাজা এবং রং এর কাজ। এদিন চলাচলের জন্য তুলে দেয়া হয়েছে ফুটপাতের অস্থায়ী সব দোকান। নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার ও ট্রাফিক কন্ট্রোল টাওয়ার।



এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে বাড়ছে পতাকা বিক্রি এবং মুখে আলপনার কাজ। তাদের সাথে কথা বলে জানা যায় বেশ ভালোই চলেছে ব্যবসা। চলাচলের জন্য রাস্তা সংস্কার এবং মেরামতও করতে দেখা গেছে। সর্বোপরি মহান বিজয় দিবসের জন্য প্রায় তৈরি দেশের জাতীয় স্মৃতিসৌধ।

বিডিটাইমস৩৬৫ডটকম/জামা