জানুয়ারিতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি | BD Times365 জানুয়ারিতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি | BdTimes365
logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৫ ২০:০৪
জানুয়ারিতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি
স্পোর্টস ডেস্ক

জানুয়ারিতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

বিশ্বভ্রমণে বের হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। আয়োজক ভারতসহ মোট ১২টি দেশ ঘুরবে ট্রফিটি।

ভারতের মুম্বাই থেকে রোববার যাত্রা শুরু করে ট্রফিটি স্কটল্যান্ডে অবস্থান করবে।

এরপর ইউরোপের দেশ আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসে যাবে। ইউরোপ ভ্রমণ শেষে ট্রফি যাবে আফ্রিকান দেশ জিম্বাবুয়েতে। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরে ফিরবে এশিয়ায়।

আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে পৌঁছবে বিশ্বকাপ ট্রফি। ১৫ জানুয়ারি বাংলাদেশ ঘুরে লঙ্কা ভ্রমণে যাবে। এরপর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ঘুরে ট্রফির শেষ ঠিকানা হবে ভারতের দিল্লি। ১ ফেব্রুয়ারি বিশ্বভ্রমণ শেষে চ্যাম্পিয়নের পরশের অপেক্ষায় থাকবে ট্রফিটি।

আসর শুরু হতে বাকি প্রায় তিন মাস। তার আগেই বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের আসন্ন বিশ্বকাপের উষ্ণতা দিতে এই উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । 

২০১৬’র মার্চে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে ট্রফিটি উন্মুক্ত করা হয়েছে। ১১ মার্চ থেকে ০৩ এপ্রিল পর্যন্ত চলবে বিশ্বমঞ্চের এই ধুমধাড়াক্কা আসর।

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে/এসআর