বাঁচা মরার লড়াইয়ে ফাইনালের হাতছানি পেল বরিশাল | BD Times365 বাঁচা মরার লড়াইয়ে ফাইনালের হাতছানি পেল বরিশাল | BdTimes365
logo
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৫ ২২:৪২
বাঁচা মরার লড়াইয়ে ফাইনালের হাতছানি পেল বরিশাল
স্পোর্টস ডেস্ক

বাঁচা মরার লড়াইয়ে ফাইনালের হাতছানি পেল বরিশাল

হারলেই এবারের বিপিএল থেকে ছিটকে যেত। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে জিতে ফাইনালে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখলো বরিশাল বুলস। ফাইনালে উঠতে হলে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দলটি। এমন সমীকরণের ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ১৮ রানে হারিয়েছে।

মারকুটে ব্যাটার ক্রিস গেইল ও সাব্বির রহমান টিকে থাকার ইনিংসেই রেখেছিলেন বরিশালকে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এলিমেনিটর ম্যাচে ঢাকার জয়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৩৬ রান।

১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান তাই শুরুটা একটু দেখে শুনেই করেছিলেন। ইনিংসের চতুর্থ ওভারেই কেভন কুপারের বলে সাজঘরে ফেরেন আবুল হাসান (১১)।

কুপারের দ্বিতীয় শিকারে (১) রানে আউট হন মোহাম্মদ হাফিজ। ইনিংসের অষ্টম ওভারে ফিরে যান ফরহাদ রেজাও। আল আমিনের বলে আউট হন রনি তালুকদার (২০), অধিনায়ক কুমার সাঙ্গাকারা (১০), নাসির হোসেন (১৬) রানে আউট হন।

নাসিরের বিদায়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৪ ওভার শেষে পাঁচ উইকেটে ৭২ রান। হারের শঙ্কায় পড়ে ঢাকা।

সেখান থেকে ঝড়ো ব্যাটিং করতে থাকেন ম্যালকম ওয়ালার এবং মোসাদ্দেক হোসেন। বরিশালের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা।

কিন্তু ইনিংসের ১৮ তম ওভারে পঞ্চম বলে ওয়ালারকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে মাত্র সাত বলে করেন ১৭ রান। পরের বলে ফিরে যান মোসাদ্দেকও (২৬)। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তাইজুল।

শেষ বারো বলে ঢাকার প্রয়োজন থাকে ২৬ রানের। কিন্তু ওভারের তৃতীয় বলেই ইয়াসির শাহকে সাজঘরে ফেরত পাঠান কুপার। এটা কুপারের তৃতীয় শিকার। এই ওভার থেকে কুপার মাত্র তিন রান দেন।

ফলে শেষ ওভারে ঢাকার প্রয়োজন থাকে ২২ রানের। শেষ ওভারের প্রথম দুই বলে রান নিতে পারেননি ঢাকার লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ঢাকা হারে ১৮ রানে।

বরিশালের পক্ষে আল আমিন এবং কেভন কুপার নেন তিনটি করে উইকেট। এছাড়া তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।

বিডিটাইমস৩৬৫ডটকম/জামা