নারায়ণগঞ্জে ‘ডাকাত’ মারার মামলার তদন্ত শুরু | BD Times365 নারায়ণগঞ্জে ‘ডাকাত’ মারার মামলার তদন্ত শুরু | BdTimes365
logo
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৫ ১২:২৪
নারায়ণগঞ্জে ‘ডাকাত’ মারার মামলার তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে ‘ডাকাত’ মারার মামলার তদন্ত শুরু

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে আট জনকে পিটিয়ে মারার ঘটনায় দায়ের দুটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নতুন করে কাউকে আটক করা হয়নি।

নারায়ণগঞ্জ পুলিশের আড়াইহাজার থানার এএসপি  মো. আজাদ বিডিটাইমস৩৬৫ ডটকমকে বলেন, “ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের ধরতে অভিযান চলছে। ডাকাতির ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় চাল ব্যবসায়ী এম এ গফুর ভূঁইয়া গত শুক্রবার একটি ডাকাতির মামলা করেছেন।

গত বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের পুরিন্দা বাজারে ডাকাতির সময় স্থানীয়রা পিটিয়ে হত্যা করে সন্দেহভাজন আট ডাকাতকে। এ ঘটনায় ১২শ জনকে আসামি করে একটি হত্যা মামলা এবং একটি ডাকাতি মামলা হয়।

গণপিটুনিতে আহত চার জন আড়াইহাজারের হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, ডাকাতিতে অংশ নেয় মোট ১৮ জন।

 বিডিটাইমস ৩৬৫ ডটকম/একে