ঝাড়ু হাতে রাস্তায় নেমে এলেন তানজিনিয়ার প্রেসিডেন্ট | BD Times365 ঝাড়ু হাতে রাস্তায় নেমে এলেন তানজিনিয়ার প্রেসিডেন্ট | BdTimes365
logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৫ ১২:০৬
ঝাড়ু হাতে রাস্তায় নেমে এলেন তানজিনিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক

ঝাড়ু হাতে রাস্তায় নেমে এলেন তানজিনিয়ার প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসে ঝাড়ু হাতে রাস্তায় পূর্ব আফ্রিকার দেশ তানজিনিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ‘দ্যা বুলডোজার’ খ্যাত জন মাগুফুলি। তিনি নিজের হাতে পরিস্কার করেছেন রাস্তাঘাটের ময়লা। তাঁর সাথে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী দার এস সালামের হাজার হাজার মানুষ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

নিজ হাতে ময়লা ফেলছেন প্রেসিডেন্ট

দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য জনগণের কাছে প্রতিজ্ঞা করেছেন তিনি। ক্ষমতা গ্রহণের পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাকঁজমকে কাটছাঁট করেছেন মাগুফুলি। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট। তিনি বলছেন, অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই। তাঁর মতে, দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত তখন এত অর্থ ব্যয় করার কনো যুক্তি নেই। আড়ম্বরের পরিবর্তে তিনি যেটা করেছেন তা খুবই চমকপ্রদ।

প্রেসিডেন্ট মাগুফুলি দায়িত্বভার গ্রহণ করেন গত অক্টোবর মাসে। এরপরই সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা করেন।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর/এনএইচ