থিয়েটার ইউল্যাবের আয়োজনে ‘হীরক রাজার দেশে’ | BD Times365 থিয়েটার ইউল্যাবের আয়োজনে ‘হীরক রাজার দেশে’ | BdTimes365
logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৫ ২১:৫৪
থিয়েটার ইউল্যাবের আয়োজনে ‘হীরক রাজার দেশে’
অনলাইন ডেস্ক

থিয়েটার ইউল্যাবের আয়োজনে ‘হীরক রাজার দেশে’

১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে মঞ্চ নাটক প্রদর্শন করবে থিয়েটার ইউল্যাব(ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ)।সত্যাজিৎ রায়ের সিনেমা ‘হীরক রাজার দেশে’র অবলম্বনে নাটকটি মঞ্চস্থ হবে।

এটি এমন একটি দেশের গল্প যেখানে রাজা ভীষণ অত্যাচারী। একজন বিজ্ঞানীর সাহায্যে জনগনের মগজ ধোলাই করে যিনি আজীবন শাসন করতে চান। একজন শিক্ষক রুখে দাঁড়ান তার বিরুদ্ধে। কিন্তু তিনি পারেন না। অবশেষে গোপী আর বাঘা, দুই জাদুকর শিল্পীর সাহায্যে রাজার পতন ঘটে আর দেশে ফিরে আসে শান্তি।

নাটকটি পরিচালনা করবেন দীপক কুমার ঘোস্বামী। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত পরিচালক ও অভিনেতা মামুনুর রশিদ।আয়োজনটিতে সহযোগিতা করছে প্রাইম ব্যাংক।