চাই সচেতনতার সংস্কৃতি…... | BD Times365 চাই সচেতনতার সংস্কৃতি…... | BdTimes365
logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৫ ১৯:৪৪
চাই সচেতনতার সংস্কৃতি…...
আরাফাত কাঁকন

চাই সচেতনতার সংস্কৃতি…...

‘ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবারকে দেওয়া হবে ২০/৩০/৫০ হাজার টাকা’।

সময় এভাবেই পেরিয়ে যায়। শিশু জিহাদ হয়ে ওঠে শিশু নিরব। নিভৃতেই পৃথিবীর মায়া ত্যাগ করে তারা। বেচারা ‘ম্যানহোল’, দায়িত্বহীনতার সংস্কৃতির দায় বহন করে চলে।

বাংলাদেশের সু-প্রাচীন এক ডায়ালগ ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, হয়তো আবারো তথাকথিত মানবাধিকার বা প্রতিবাদী সংগঠনের কর্সসূচি দেয়ার হাতিয়ার হয়ে ওঠে।

কিন্তু এভাবে আর কত মৃত্যু? জিহাদ, রাজন বা নীরব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।আমাদের বিবেকহীনতার সংস্কৃতির বিষবৃক্ষ আজ মহীরুহ, যার শীতল ছায়া হয়ে উঠেছে সর্বগ্রাসী। কারও একটুখানি অসচেতনতায় মৃত্যু ঘটে বহু স্বপ্নের।

আমরা কি পারিনা- ময়লাটা ডাস্টবিনে ফেলতে, হাঁটতে গিয়ে একটি নূড়ি পাথর সরালে কি খুব ক্ষতি হয়ে যায়। হোঁচট খাওয়ার পর অশ্রাব্য ভাষায় কারও ‘গুষ্টি’ উদ্ধার না করে, আমরা কি পারিনা তা সরিয়ে দিতে…!

এভাবেই ছোট্ট একটা দয়ার ‘দান’ হয়তো সবার নিয়মিত চর্চায় হয়ে উঠতে পারে সামজিক আচার। ঢাকনা খোলা ম্যানহোল বা গর্ত সেত সেই সমাজে ভূতপূর্ব, শ্রুত ঘটনা…!