ট্রাম্পের বক্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি | BD Times365 ট্রাম্পের বক্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি | BdTimes365
logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৫ ১৫:৩৭
ট্রাম্পের বক্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি
অনলাইন ডেস্ক

ট্রাম্পের বক্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তা দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করেছে পেন্টাগন।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি করেন।

নির্বাচনী প্রচারের এক বিবৃতিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বিষয়ে মুসলমানদের মনোভাব যতদিন না দেশের প্রতিনিধিরা স্পষ্ট বুঝতে পারছেন, ততোদিন এই নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়া উচিৎ।”

সাউথ ক্যারোলাইনায় এক প্রচারাভিযানে সমর্থকদের সামনে তিনি একই দাবি তোলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও উঠে এসেছে বিষয়টি।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক ট্রাম্পের এমন বক্তব্য আইএসকে আরও উৎসাহিত করবে বলে মত প্রকাশ করেছেন।

মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি জন কেরি রিপাবলিকানদের এমন অবস্থানের তীব্র সমালোচনা করেছেন।

কেরির মতে, ট্রাম্পের এমন বক্তব্য আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের নীতির প্রতি ‘গঠনমূলক’ নয়।

ট্রাম্পের মুসলিম বিদ্বেষী এমন বক্তব্য আমেরিকার মুসলমানদের মধ্যে সন্ত্রাসবাদের জন্ম দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে পেন্টাগন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় পেন্টাগন বলেছে, মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করলে তা উগ্রবাদী আদর্শ মোকাবিলায় আমেরিকার তৎপরতাকে ক্ষতিগ্রস্ত করবে।

গত বুধবার সান বার্নারদিনোতে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যাকারী দুই দম্পতি মৌলবাদী আদর্শে বিশ্বাসী ছিল।

তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেওয়া পোস্টে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিলেন।

বিডিটাইমস৩৬৫ ডটকম/আরআর/একে