সোয়াইন ফ্লু আতঙ্কে ইরান, ৩৩ জনের মৃত্যু | BD Times365 সোয়াইন ফ্লু আতঙ্কে ইরান, ৩৩ জনের মৃত্যু | BdTimes365
logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১১:৪৬
সোয়াইন ফ্লু আতঙ্কে ইরান, ৩৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

সোয়াইন ফ্লু আতঙ্কে ইরান, ৩৩ জনের মৃত্যু

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গত তিন সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে  অন্ততপক্ষে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি জানিয়েছেন, কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন।

তিনি সতর্ক করে বলেন, সোয়াইন ফ্লু দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। এমন কী রাজধানী তেহরানেও। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কেরমান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৬০০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লু ধরা পড়ে। এরপর দ্রুত এর ভাইরাস বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে মানুষের শরীরে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ঠ, ক্ষুধামন্দা, আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি উপগর্স দেখা দেয়।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর