৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা | BD Times365 ৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা | BdTimes365
logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১০:৪৩
নিজামির মামলার পূর্নাঙ্গ রায়
৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা
অনলাইন ডেস্ক

৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির  মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করে। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে সকালে নিজামীর আবেদনের পক্ষে যুক্তিখণ্ডন করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল গতকাল সাংবাদিকদের বলেছিলেন,  8 ডিসেম্বর মঙ্গলবার আসামিপক্ষ জবাব দেবেন। এরপর আদালত হয়তো রায় ঘোষণার দিন ধার্য করতে পারেন।

২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী।

বিডিনিউজ৩৬৫ডটকম/এসএম