গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘স্পেক্টর’ | BD Times365 গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘স্পেক্টর’ | BdTimes365
logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৫ ১৭:০৩
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘স্পেক্টর’
বিনোদন ডেস্ক

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘স্পেক্টর’

জেমস বন্ড সিরিজের ২৪তম সিনেমা ‘স্পেক্টর’। একটি আন্তর্জাতিক দুর্ধর্ষ অপরাধী চক্রের কাহিনী নিয়ে তৈরি ছবিটি। ‘স্পেক্টর’ মূলত দূর্বৃত্তদের একটি সংগঠন। রোমে একটি মিশনে থাকার সময় জেমস বন্ড এর সন্ধান পান। সংগঠনটি সম্পর্কে জানতে মেক্সিকো পর্যন্ত যান বন্ড। নিজের এজেন্সি এম ১৬ থেকে বাধা থাকা সত্তেও একাই স্পেক্টর এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার স্বিদ্ধান্ত নেন। ঐ অপরাধী চক্রের নামের সংক্ষিপ্ত রুপ ‘স্পেক্টর’ থেকেই সিনেমাটির নামকরন।

ইতিমধ্যে ‘স্পেক্টর’ সবচেয়ে দীর্ঘ বিস্ফোরণ স্টান্ট দৃশ্যধারণের জন্য জায়গা করে নিলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিস্ফোরণের  জন্য ব্যবহার করা হয় আট হাজার ৪১৮ লিটার জ্বালানি ও ৩৩ কেজি বিস্ফোরক দ্রব্য।

সিনেমার প্রযোজক মাইকেল জি. উইলসন বক্তব্য অনুযায়ী, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ‘স্পেক্টর’ ছবিতে ক্রিসের অবিস্মরণীয় কাজটিকে স্বীকৃতি দিয়েছে, এটা সত্যিই অসাধারণ ব্যাপার। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এতো বড় পরিসরে বিস্ফোরণের দৃশ্যের কাজ আগে কখনও হয়নি।’