সোনার দাম পড়ছেই…! | BD Times365 সোনার দাম পড়ছেই…! | BdTimes365
logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৫ ১২:৫৪
সোনার দাম পড়ছেই…!
অনলাইন ডেস্ক

সোনার দাম পড়ছেই…!

সময়ে সোনার দাম বাড়ে এমনটাই জানতো সবাই। কিন্তু গত কয়েক মাস ধরে সোনার দরপতনের যেনো হিড়িক লেগেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে যারা সোনা কিনতেন তাদের তো একেবারে মাথায় হাত।

এক মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে সোনার দাম আরেক দফা কমেছে। এবারও ভরিপ্রতি কমানো হয়েছে এক হাজার ২২৫ টাকা।

গত ৯ নভেম্বরও সব ধরনের সোনার দাম এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছিল। তবে তার আগে ১৭ অক্টোবর ভরিতে দেড় হাজার টাকা বাড়িয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

এবার রুপারও দাম কমেছে ভরিতে ৫৮ টাকা।

শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা শনিবার থেকে কার্যকর বলে জানানো হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৫৪০ টাকায় বিক্রি হবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ৪১ হাজার ২৯০ টাকা।

শুক্রবার পর্যন্ত প্রতি গ্রাম এই মানের সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৬৪৫ টাকায়। এক ভরির দর ছিল ৪২ হাজার ৫১৫ টাকা।

নতুন দর অনুযায়ী- ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৯ হাজার ১৯১ টাকায় (প্রতি গ্রাম ৩,৩৬০ টাকা) বিক্রি হবে। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩২ হাজার ৫৪২ টাকায় (প্রতি গ্রাম ২,৭৯০ টাকা। আর  সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ২১ হাজার ৪৬২ টাকায় (গ্রাম ১,৮৪০ টাকা)।

বিডিনিউজ৩৬৫/একে