চোখের জলে স্বজনদের হাহাকার | BD Times365 চোখের জলে স্বজনদের হাহাকার | BdTimes365
logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৫ ০৯:৫৫
গুম হওয়া ১৯ ব্যাক্তির স্বজনদের সংবাদ সম্মেলন
চোখের জলে স্বজনদের হাহাকার
নিজস্ব প্রতিবেদক

চোখের জলে স্বজনদের হাহাকার

‘আমার বাবাকে ফিরিয়ে দিন। বাবার সঙ্গে আমি স্কুলে যাব। মা আমাকে আইসক্রিম কিনে দেয় না, মায়ের পয়সা নাই। বাবা আমাকে আইসক্রিম দেবে, শিশু পার্কে নিয়ে যাবে। বাবাকে অনেক দিন দেখি না’ মাইক্রোফোন হাতে ছোট্ট শিশু হৃদি নিখোঁজ বাবাকে ফিরে পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করছিল এভাবেই।

গত ৪ ডিসেম্বর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জড়ো হয়েছিলেন ১৯ জন নিখোঁজ হয়ে যাওয়া মানুষের স্বজনেরা। তাদের স্বজনদের দাবি, অনেককেই প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে কিংবা বাসার আশেপাশে থেকে তুলে নিয়ে গিয়েছিল। এর পর থেকে দুই বছর হয়ে গেল তাদের কোন খোঁজ নেই। সবাই এখন অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ হওয়া রাজধানীর ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম। এরপর একে একে বক্তব্য দেন বাকিদের স্বজনরা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন অস্বীকার করছে।

নিখোঁজ ব্যাক্তিরা বেঁচে আছেন না মারা গেছেন তাও জানেন না স্বজনরা।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ২০১৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে এই ১৯ জন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হন, কয়েকজনকে পরিবারের সদস্যদের সামনে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সম্মেলনে এসেছিলেন সন্তানহারা বৃদ্ধ পিতা-মাতা, বাবাহারা ছোট্ট শিশু এবং ভাইহারা বোনেরা।

নিখোঁজ স্বজনদের ফিরে পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডজেড/একে