তামিম-দিলশানে চাপা পড়লেন আফ্রিদি | BD Times365 তামিম-দিলশানে চাপা পড়লেন আফ্রিদি | BdTimes365
logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৫ ১২:১৫
তামিম-দিলশানে চাপা পড়লেন আফ্রিদি
অনলাইন ডেস্ক

তামিম-দিলশানে চাপা পড়লেন আফ্রিদি

সিলেটের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখান পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি। তামিমের ৫১ বলে হার না মানা ৬৭, দিলশানের ৪৬ বলে আপরাজিত ৬৭ রানের সুবাদে আফ্রিদির ৪১ বলে ৬২ রানের ইনিংস আড়াল হয়ে যায়।

তামিম ইকবাল ও দিলশানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে চিটাগাং ভাইকিংস। বুধবার (২ডিসেম্বর) বিপিএলের দ্বিতীয় ম্যাচে তাদের উদ্বোধনী জুটির তাণ্ডবে সিলেট সুপারস্টার্সকে ১০ উইকেট হারিয়েছে দলটি।

এই জয়ে টূর্ণামেন্টে টিকে থাকলো চিটাগাং ভাইকিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করেছে সিলেট সুপারস্টার্স। দলীয় ৪২ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি। তবে এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাটিং ঝড় দেখিয়েছেন পাকিস্তানী তারকা শহিদ আফ্রিদি। ৪১ বলে তিনি করেছেন ৬২ রান। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের লড়াই করার মতো পুঁজি যোগাড় করেছে সিলেট।

চিটাগাং ভাইকিংসের পক্ষে ২ উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, তাসকিন আহমেদ, বিলওয়াল ভাট্টি এবং আসিফ হাসান।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা দিয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ও শ্রীলঙ্কান তারকা তিলকরত্নে দিলশান। প্রথম ১০ ওভার গড়ে প্রায় ১০ রান তুলেছেন তারা।

এর আগে বিপিএলের ঢাকা পর্বে দুই দলের লড়াইয়ে ১ রানের নাটকীয় জয় পেয়েছিল চিটাগাং ভাইকিংস। সেই হিসেবে বুধবার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সিলেট সুপারস্টার্স। কিন্তু তামিম-দিলশান ঝড়ে সেই প্রতিশোধ আর নেওয়া হয়ে উঠেনি মুশফিকবাহিনীর।

আসরে এটি ভাইকিংসের সপ্তম ম্যাচ। ৭ ম্যাচে ২ জয়ে দলটির সংগ্রহ ৪ পয়েন্ট; টেবিলে অবস্থান পঞ্চম স্থানে। অন্যদিকে, মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টার্সের এটি ৬ষ্ঠ ম্যাচে পঞ্চম হার। টেবিলের সবচেয়ে নিচে (৬ষ্ঠ স্থানে) রয়েছে দলটি।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর