প্রেসিডেন্টের সঙ্গে সু চি’র সাক্ষাৎ | BD Times365 প্রেসিডেন্টের সঙ্গে সু চি’র সাক্ষাৎ | BdTimes365
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১২:০৯
প্রেসিডেন্টের সঙ্গে সু চি’র সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

প্রেসিডেন্টের সঙ্গে সু চি’র সাক্ষাৎ

ফাইল ফটো

ক্ষমতা হস্তান্তর প্রশ্নে মায়ানমারের প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অং সান সু চি। গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন দেশের ভার বুঝে নেওয়ার অপেক্ষায় সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
 
বুধবার (০২ ডিসেম্বর) সু চি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান। পৃথকভাবে তিনি মায়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।
 
গত ৮ নভেম্বর মায়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৬৪ আসনের এই সংসদ নির্বাচনে ৯০টির বেশি দলের ছয় হাজারেরও বেশি প্রার্থী অংশ নেন। প্রায় তিন কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চূড়ান্ত ফলে ৮০ শতাংশ আসনে জয় নিশ্চিত হয় এনএলডি’র।
 
নির্বাচনে ফল ঘোষিত হওয়ার পরপরই পরাজয় মেনে নিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট থিন সেইন। সেই সঙ্গে নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে