ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা | BD Times365 ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা | BdTimes365
logo
আপডেট : ১ ডিসেম্বর, ২০১৫ ১৭:১২
ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা
অনলাইন ডেস্ক

ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা

রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, “পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে মুন্সিগঞ্জে সরিয়ে নেয়া হবে। এসব শিল্প ঢাকায় থাকলে রাজধানী নোংরা হবে।”

মঙ্গলবার (১ডিসেম্বর ) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, “যেখানেই প্লাস্টিক, সেখানেই অপরিষ্কার। আমরা কারখানা মালিকদের সঙ্গে বসবো। কিছু শিল্প স্থানান্তর হলে অন্যরাও উদ্বুদ্ধ হবেন।”

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ প্রকল্পের আওতায় ঢাকা থেকে মুন্সীগঞ্জে পরিকল্পিতভাবে স্থানান্তর করা হবে ক্ষুদ্র প্লাস্টিক কারখানাগুলো। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৩৩ কোটি টাকা। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিসিক।

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে