আইএসের সঙ্গে তেল বাণিজ্যে তুরস্ক: পুতিন | BD Times365 আইএসের সঙ্গে তেল বাণিজ্যে তুরস্ক: পুতিন | BdTimes365
logo
আপডেট : ১ ডিসেম্বর, ২০১৫ ১৩:২৩
আইএসের সঙ্গে তেল বাণিজ্যে তুরস্ক: পুতিন
অনলাইন ডেস্ক

আইএসের সঙ্গে তেল বাণিজ্যে তুরস্ক: পুতিন

তুরস্কের বিরুদ্ধে আবারো নতুন করে বোমা ফাটালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমরি পুতিন।  

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেলবাণিজ্য রক্ষার জন্য তুরস্ক সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্যারিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার বিমান ভূপাতিত করার ঘটনাকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেন।

পুতিন বলেন, “তেল বাণিজ্য রক্ষার জন্যই যে তুরস্ক রাশিয়ার বিমানটিকে ভুপাতিত করেছে এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। আইএসের তেল তুরস্কে যাচ্ছে বলে রাশিয়ার কাছে তথ্য আছে।”

তবে তুরস্ক বলছে, আইএসের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই এবং ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমাও চাইবে না তুরস্ক।

গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে তুরস্ক একটি রুশ যুদ্ধবিমান গুলি করে নামায়। এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছেন। আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তুরস্কের দাবি, রুশ যুদ্ধবিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল।
 

যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের ওপর বিবিধ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

বিডিটাইমস৩৬৫/আরআর/একে