তামিমের সঙ্গে ‘অসদাচরণের’ প্রতিবাদ চট্টগ্রামে | BD Times365 তামিমের সঙ্গে ‘অসদাচরণের’ প্রতিবাদ চট্টগ্রামে | BdTimes365
logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১৬:৩৪
তামিমের সঙ্গে ‘অসদাচরণের’ প্রতিবাদ চট্টগ্রামে
অনলাইন ডেস্ক

তামিমের সঙ্গে ‘অসদাচরণের’ প্রতিবাদ চট্টগ্রামে

বিপিএলে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে ‘অসদাচরণের’ প্রতিবাদে বুধবার চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।

বুধবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

এতে ক্রিকেট সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়, সাংবাদিক ও চট্টগ্রামের সাধারন মানুষ অংশ নেয়।

মানববন্ধন থেকে সিলেট সুপার স্টারস দলের মালিক আজিজুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

৩০ নভেম্বরের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে চট্টগ্রাম ভেন্যুতে তাকে অবাঞ্ছিত করার হুমকিও আসে মানববন্ধন থেকে।

মানববন্ধনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর বক্তব্য রাখেন।

সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, “তামিম ইকবালের মতো আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে সিলেট দলের মালিক আজিজুল ইসলামের ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ ও ‘দুর্ব্যবহার’ বিসিবি ও দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

“৩০ নভেম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তাকে চট্টগ্রামে অবাঞ্চিত করাসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

গত সোমবার চিটাগং ভাইকিংসের সঙ্গে সিলেট সুপার স্টারস দলের খেলা শুরুর আগে মাঠে গ্যালারির কাছে তামিম ইকবাল ও সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।

পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম তাকে গালিগালাজ করেছেন অভিযোগ করে বিসিবির কাছে এ ধরনের ঘটনার প্রতিকার প্রত্যাশা করেন তামিম ইকবাল।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর/একে