ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত | BD Times365 ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত | BdTimes365
logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১৩:০৮
ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
অনলাইন ডেস্ক

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ঢাকার দারুস সালামে ‘কথিত বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক জেএমবি জঙ্গি নিহত হওয়ার পর আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

যারা হোসাইনী দালানে বোমা, আশুলিয়ায় পুলিশ হত্যা, সাভারে ব্যাংক ডাকাতি ও ত্রিশালে আসামি ছিনতাইয়ের ঘটনায় অংশ নিয়েছে অথবা সহযোগিতা করেছে বলে পুলিশের দাবি।

পুলিশ বলছে, বুধরাত রাতে ঢাকার দারুস সালাম এলাকায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত আল বাণী ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ভাই ছিলেন জেএমবির সামরিক শাখার প্রধান।

ওই ঘটনার পর রাত ৩টা থেকে থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মীরপুর, আবদুল্লাহপুর, গুলিস্থান ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান।

এরা হলেন- চান মিয়া, মো. ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ আহসানুল্লাহ মাহমুদ ও মো. কবির হোসেন রাশেদ ওরফে আশিক।

বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, মাহফুজ ওরফে হোজ্জা ভাই এবং রাশেদ ওরফে আশিক আত্মঘাতী হামলার প্রশিক্ষণপ্রাপ্ত। তারা হোসাইনী দালানে বোমা হামলায় ‘সরাসরি’ অংশ নিয়েছিলেন।

বাকিরা বাড়ি ভাড়া করে দেওয়া এবং অর্থ জোগানোসহ বিভিন্নভাবে এই জেএমবি সদস্যদের সহযোগিতা দিয়েছিলেন বলে পুলিশের অভিযোগ।

গত ২৩ অক্টোবর প্রথম প্রহরে পুরান ঢাকার হোসাইনী দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে ওই বোমা হামলায় ১১৫ জন আহত হন। ওই রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোর এবং পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন নামে ৫৫ বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে