আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৫ ২০:৩২

হাফ ভাড়ার দাবিতে সোচ্চার জাবি শিক্ষার্থীরা

নবিউল ইসলাম বাপ্পি, জাবি প্রতিনিধি
হাফ ভাড়ার দাবিতে সোচ্চার জাবি শিক্ষার্থীরা

হাফ ভাড়া ও বিশ্ববিদ্যালয়ের সামনে টিকেট কাউন্টার স্থাপনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতগুলো বাস আটকে রেখেছিল। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রীবাহী এই বাসগুলো আটক করে রাখা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ অন্যান্য বাসগুলো হাফ ভাড়া রাখলেও একমাত্র ‘ইতিহাস পরিবহন’ এর কিছু বাস ছাত্রদের কাছ থেকে ফুল ভাড়া নেয়। প্রতিনিয়ত ছাত্রদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বাসের হেল্পাররা। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বাস থামানো হয় না। অথচ যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ রাখার নির্দেশ দিয়েছেন। ‘ইতিহাস পরিবহনের এমন আচরণ শিক্ষার্থীদের অধিকার পরিপন্থী’ দাবী শিক্ষার্থীদের।


শিক্ষার্থীরা জানায়, ‘আমরা শান্তিপূর্ণভাবে বাসগুলো আটক করেছি। বাস কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ ও কাউন্টার স্থাপনের ঘোষণা দিলে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিযোগ, ‘জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির ছত্রছায়ায় ইতিহাস পরিবহন ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করে। জনি নির্দিষ্ট পরিমাণ চাঁদার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ‘ফুল ভাড়া’ রাখার নির্দেশ দেন।’

আশুলিয়া থানার এস আই মলয় বিডিটাইমসকে বলেন, শিক্ষার্থীদের সাথে সমঝতার জন্য ইতিহাস পরিবহন কর্তৃপক্ষকে ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, ইতিহাস পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই তারা বাসগুলো আটক করেছে। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাস কর্তৃপক্ষকে আলোচনার জন্য ডাকা হয়েছে।

ইতিহাস পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রিপন বলেন, আমরা বাস স্টাফদেরকে শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ নেওয়ার জন্য বলেছি। তারপরও কিছু কিছু স্টাফ হয়তো এই নির্দেশনা অমান্য করেছে।’

অন্যদিকে বাস স্টাফরা বলেন ‘তাদের নির্দিষ্ট পরিমাণ ভাড়া বেধে দেয়া হয়। নির্দিষ্ট পরিমাণ ভাড়া না জমা দিলে তাদের পাওনা বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়।’

উল্লেখ্য, প্রায় একবছর আগে ৫০ টি বাস নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল শুরু করে ইতিহাস পরিবহন। অন্যান্য পরিবহনের বাস শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ নিলেও মিরপুর ১৪ থেকে চন্দ্রা পর্যন্ত চলাচলকারী ইতিহাস পরিবহন ‘ফুল ভাড়া’ নিয়ে আসছে। এ নিয়ে প্রায়ই শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হয়।  
 

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম

 

উপরে