আপডেট : ২২ নভেম্বর, ২০১৫ ১০:১২

আজ থেকে শুরু প্রাথমিক সমাপনী পরীক্ষা

সারা দেশে ৭০৫২ টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
অনলাইন ডেস্ক
আজ থেকে শুরু প্রাথমিক সমাপনী পরীক্ষা

আজ ২২ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। দেশের ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেবে এই পরীক্ষায়।

২৯ নভেম্বর পর্যন্ত সকাল ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার সকাল সাড়ে ১০টায় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে এবার প্রাথমিক ও ইবেতেদায়ীর সমাপনী পরীক্ষা নেবে সরকার।

সমাপনী পরীক্ষায় প্রাথমিকের ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ ও ইবেতেদায়ীর তিন লাখ পাঁচ হাজার ৪৫১ শিক্ষার্থী অংশ নেবে।

প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ও ছাত্রী ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। আর ইবেতেদায়ীতে রয়েছে এক লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র ও এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী।

গত বছর প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেয়। সে হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৯ হাজার ১৯৩ জন।

দেশের সাত হাজার ৫২টি কেন্দ্রে ছাড়াও আরও দেশের বাইরে আট দেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে।

উপরে