আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০২
এবছর আসছে তাহসানের নতুন একক অ্যালবাম!
বিডিটাইমস ডেস্ক

২০১৪ সালে সর্বশেষ প্রকাশিত হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সর্বশেষ একক অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করলেও কোন একক অ্যালবাম প্রকাশ করেননি এই কণ্ঠশিল্পী।
তবে দুই বছর পর তাহসান ভক্তদের জন্য সুখবর হল খুব শিগগিরি আসছে তাহসানের নতুন একক অ্যালবাম। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে অ্যালবামের।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘নতুন এককের কাজ শুরু করেছি। অনেকদিন ধরে কোন একক অ্যালবাম নেই তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম এই অ্যালবামের। পহেলা বৈশাখের পর পরই অ্যালবামটি প্রকাশ করবো।’
উল্লেখ্য, খুব শিগগিরি প্রকাশিত হচ্ছে তাহসান এবং ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। এই অ্যালবামে তিনটি করে গান থাকছে তাহসান এবং ইমরানের। সব গানের সুর এবং সঙ্গীতপরিচালনা করেছেন ইমরান।
বিডিটাইমস৩৬৫ডটকম/এনএ