আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ২২:৫৫

জামিন পেলেন দুই সহযোগি, বাদ শাকিলা

বিডিটাইমস ডেস্ক
জামিন পেলেন দুই সহযোগি, বাদ শাকিলা

জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেডকে’ অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার সঙ্গে গ্রেপ্তার হওয়া তার দুই সহকারি আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন। ১৩ ডিসেম্বর রবিবার চট্টগ্রামের অবকাশকালীন জজের দায়িত্বে থাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন। সহকারীরা জামিন পেলেও এখনও জামিন পান নি  শাকিলা ফারজানা।

আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গত ১৮ আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও তার সহকারি দুই আইনজীবী লিটন ও বাপনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তিন আইনজীবীর বিরুদ্ধে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অস্ত্র কিনতে এক কোটি আট লাখ টাকা অর্থায়নের অভিযোগ আনা হয়েছিল।
আটক ব্যারিস্টার ফারজানা বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। তাদের হাটহাজারী ও বাঁশখালী থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

উপরে