আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১২:২৪
বাংলাদেশকে অভিনন্দন জানালেন ওয়াসিম আকরাম
স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়েছে বাংলাদেশ।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠল বাংলাদেশ। ভালো খেলেই পাকিস্তান বধ করেছে বলে বাংলাদেশ দলের খেলোয়াড় মাশরাফি-সাকিবদের অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আকরাম।
ম্যাচ শেষে টুইটারে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘আমরা প্রাণপণ লড়াই করেছি। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে। আমি মনে করি, ব্যাটিং পরিকল্পনা সব ক্ষেত্রেই সমান ছিল। ভালো খেলেছে বাংলাদেশ। অভিনন্দন রইল।’
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম
