আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৬
ম্যাচ গড়াপেটার অভিযোগে আরেক প্রোটিয়া ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক

গত মাসেই খেলা গড়াপেটার অভিযোগে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার গোলাম বদি। কদিন যেতে না যেতেই আরো এক প্রোটিয়া ক্রিকেটারের বিরুদ্ধে উঠলো খেলা গড়াপেটার অভিযোগ। এবার তদন্ত চলছে জাতীয় দলের পেসার লনওয়াম্বে সোতসোবের বিরুদ্ধে।
তদন্তের অংশ হিসেবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও সেল ফোনের রেকর্ড জাতীয় ক্রিকেট ফেডারেশনকে দিয়েছেন সোতসোবে।
উইজডেন ইন্ডিয়াকে সোতসোবে বলেন, ‘তারা যা যা চেয়েছিল আমি তাদের সব দিয়েছি। তারা বলেছে পরে আমাকে সব ফেরত দেবে।’
গোলাম বদির আগে ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে। খেলা থেকে নিষিদ্ধ হওয়ার অল্পদিন পরই তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
বিডিটাইম৩৬৫ডটকম/আইএম
