লঙ্কা জয় করে ভারতের যুবারা ফাইনালে

যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াই হবে ভারতের যুবারা।
১১ ফেব্রুয়ারি সকাল নয়টায় মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ।
মঙ্গলবার টস হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ করে ভারত। জবাব দিতে নেমে ৪২.৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
রাতে বৃষ্টি হওয়ায় পিচ থেকে বাড়তি সুবিধা পায় লঙ্কান পেসাররা। শুরুতে সেই সুবিধা কাজে লাগিয়ে ভারতকে বেশ চাপেও রাখে তারা। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ভারত। সর্বোচ্চ রান এসেছে অম্লোপ্রিত সিংয়ের ব্যাট থেকে, ৭২।
কোয়ার্টার ফাইনালে ইংলিশ যুবাদের ছয় উইকেটে হারিয়ে সেমিতে ওঠে শ্রীলঙ্কা। আর নামিবিয়াকে ১৯৭ রানে হারিয়ে সেমিতে উঠে ভারত।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস, ৩৯। ৩৮ করেছেন আসহান। আর কেউ সেভাবে মাথা তুলতে পারেননি।
ভারতীয় অধিনায়ক এদিন আট বোলার ব্যবহার করেন। তার মধ্যে ৫ জনই উইকেটের দেখা পেয়েছেন। সর্বোচ্চ শিকার মায়ানক দাগারের, ৩টি। দুটি পেয়েছেন অভীশ খান।
বিডিটাইমস৩৬৫/আইএম
