আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১৮:২৪

এখনই হচ্ছে না বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

স্পোর্টস ডেস্ক
এখনই হচ্ছে না বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

আগামী বছর ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে প্রস্তুত হচ্ছে টাইগাররা। আর তাই প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

আসরের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। টুর্নামেন্ট শুরু ৮ মার্চ। প্রথম রাউন্ড পার হলে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গ্রুপ সঙ্গী হবে বাংলাদেশ।

আগামী জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টি-টোয়েন্টির প্রস্তুতির জন্যই পিছিয়ে দেওয়া হচ্ছে টেস্ট সিরিজ। তবে, টেস্ট সিরিজ না খেললেও, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হবার কথা রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে এশিয়া কাপ এবং মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুটি বড় আসরের প্রস্তুতি হিসেবে এই টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি।

বিডিটাইমস৩৬৫ ডটকম/এসআর/একে

উপরে