আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫৫

জাইদির নৈপুণ্যে জিতল কুমিল্লা

অনলাইন ডেস্ক
জাইদির নৈপুণ্যে জিতল কুমিল্লা

কুমিল্লার হয়ে একাই লড়ছেন আজহার জাইদি। সোমবার সিলেটের বিপক্ষে হাল ধরেছেন। ৫৩ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন কুমিল্লা সমর্থকদের। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে পেয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।

জাইদির নৈপুণ্যে ঢাকার বিপক্ষেও জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামেন কুমিল্লা। ৭ উইকেট হারিয়ে গড়ে তোলা ১৪১ রানের ইনিংসে আজহার জাইদি অপরাজিত (৪৫), লিটন দাস (৩১) ও শুভাগত হোম (২১) রান করেন। ঢাকার হয়ে ইয়াসির শাহ ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।  

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ওপেনার সৈকত আলীর (৮) আউটের পর  ‘ওয়েলসেট’ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩০ রান করে রানআউট হলে চাপে পড়ে তারা। দলীয় ৯৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নাসির হোসেন বিদায় নিলে ছন্দ হারায় ঢাকা। ৩২ রান করে আবু হায়দার রনির বলটি উঠিয়ে মারতে গিয়ে মাশরাফির হাতে ক্যাচ দেন নাসির। এর পর টেন ডয়েসকেটের (১১) উইকেট তুলে নিয়ে মাশরাফির দল ম্যাচে নিয়ন্ত্রণ নেয়।  কুমিল্লার হয়ে আবু হায়দার রনি দুটি উইকেট নেন। মাশরাফি বিন মর্তুজা ও শুভাগত হোম নেন একটি করে উইকেট।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম

উপরে