আপডেট : ৩০ নভেম্বর, ২০১৫ ২০:০০

চট্টগ্রামেও ভাগ্যবদল হয়নি তামিমদের

অনলাইন ডেস্ক
চট্টগ্রামেও ভাগ্যবদল হয়নি তামিমদের
ফাইল ফটো

চট্টগ্রামেও পরাজয় পিছু ছাড়েনি তামিমদের । ঢাকায় চার ম্যাচ খেলে তিনটিতেই হার। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও বরিশালের বিপক্ষে হেরেছে ৩৩ রানে।

শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামেন বরিশাল। মাত্র ১২ রানেই তিন উইকেট হারায়। মাহমুদউল্লাহ রিয়াদ ও লঙ্কান ক্রিকেটার সেকুগে প্রসন্ন জোটিতে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পায় তারা। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের এক লড়াকু ইনিংস দাড় করায়। দলের পক্ষে মাহমুদউল্লাহ সর্বোচ্চ (৫১), প্রসন্ন করেন (৩৬), মেহিদ মারুফ করেন (২৮), রান করেন।

চট্টগ্রামের হয়ে মোহাম্মদ আমির ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন শফিউল ইসলাম, এলটন চিগুম্বুরা ও তিলকারত্নে দিলশান।

জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে চিটাগাং। এরপর নাঈম ইসলাম, জিয়াউর রহমান আর মোহাম্মদ আমিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৩৭ রানেই সবকটি উইকেট হারিয়ে জয়ের দেখা পায়নি।

বরিশালের হয়ে কেভিন কুপার ৩টি এবং আল-আমিন হোসেন নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ সামি, তাইজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম

উপরে