আপডেট : ২১ নভেম্বর, ২০১৫ ২০:৫৯

আমিরকে নিয়ে হাফিজের সিদ্ধান্ত ‘ব্যক্তিগত’ বললেন মিসবাহ

অনলাইন ডেস্ক
আমিরকে নিয়ে হাফিজের সিদ্ধান্ত ‘ব্যক্তিগত’ বললেন মিসবাহ

স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এরই মধ্যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন পাক পেসার মোহাম্মদ আমির। বিপিএলের তৃতীয় আসরে এবার চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন তিনি। শনিবার দলের অনুশীলনেও যোগ দিয়েছেন পাকিস্তারে এই বাঁ-হাতি পেসার।

আবার চিটাগাং ভাইকিংসের খেলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের সাবেক টি২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজও; কিন্তু একই দলে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া নিজ দেশের ক্রিকেটার মোহাম্মদ আমির থাকায় নিজেকে বিপিএল থেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন হাফিজ। তার এমন সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত’ হিসেবেই দেখছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।

রংপুর রাইডার্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন মিসবাহ। শনিবার মিরপুর একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় আমির বিষয়ে হাফিজের মন্তব্য ও সিদ্ধান্ত নিয়ে মিসবাহ বলেন, ‘এটা হাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমির পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলেছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলারও অভিজ্ঞতাও রয়েছে। আইসিসি ও পিসিবি থেকে তো এখন তার আর খেলতে বাধা নেই।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি আমার খেলা নিয়ে ভাবছি। কিভাবে দলে ভূমিকা রাখবো সেটা নিয়ে ভাবছি। বাইরে কী হচ্ছে তা নিয়ে ভাবছি না। আমি মনে করি আইসিসি, বিসিবি এবং সাধারণ দর্শকরা বিষয়টি নিয়ে কী ভাবছে সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত।’

এদিকে হাফিজের মন্তব্য নিয়ে চিটাগং ভাইকিংসের পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ হাফিজকে খেলার জন্য কোনো প্রস্তাবই দেয়নি তারা।

স্বদেশি ক্রিকেটার মোহাম্মদ আমির সম্পর্কে মিসবাহ বলেন, ‘বিপিএল তার জন্যে খুব গুরুত্বপূর্ণ। সে ঘরোয়া টুর্নামেন্ট খেলছে। এবার এসেছে ভিন্ন একটি দেশে ক্রিকেট খেলার জন্য। এটা তার জন্যে বড় সুযোগ। সে এখানে এসে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবে। এর ফলে আমির তখন বুঝতে পারবে এই মুহূর্তে সে কোথায় অবস্থান করছে।’

বিপিএলে নিজস্ব কোনো লক্ষ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেন, ‘পেশারদার ক্রিকেটার হিসেবে সব সময়ই একটা লক্ষ্য থাকে। যেখানেই খেলি না কেন প্রমাণ করার একটা বিষয় থাকে। দলের হয়ে কন্ট্রিবিউট করতে হয়, জিততে হয়। ওভারঅল আমরা বেশ ভালো দল। আশা করছি সবাই মিলে ভালো একটি কম্বিনেশন তৈরী করে ভালোমত পারফর্ম করবো। তবে দল হিসেবে ও খেলোয়াড় হিসেবে এটাই আমাদের প্রমাণ করতে হবে।’

বিডিটাইমস৩৬৫ডটকম/জামিল/২১

উপরে