আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ২০:৪৮
মহেশখালীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
বিডিটাইমস ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।নিহতরা হলেন : নূরুল আলম (২৪), মো. কায়েস (২৫) ও রাজিয়া বেগম (৩৫)।
নিহত নূরুলের গ্রামের বাড়ি কালারমার ছড়া ইউনিয়নে। কায়েসের বাড়ি উপজেলার মাতার বাড়ি এলাকায়। অন্যদিকে রাজিয়ার গ্রামের বাড়ি চকরিয়ার চোয়ার ফাঁড়ি এলাকায়।
শুক্রবার দুপুরে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী কালারমার ছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই নির্মলেন্দু চাকমা এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে
