আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১৯:২৬
বরিশালে বাসের ধাক্কায় নিহত
নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় রফিক (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মাহবুব কবিরাজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম
