আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৬:৪৮
নাঙ্গলকোটে নির্বাচন বর্জন করলেন বিএনপি প্রার্থী
বিডিটাইমস ডেস্ক

অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার। এ সময় আটজন কাউন্সিলর প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন।
রোববার বেলা পৌনে ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন তারা।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, বহিরাগতদের দিয়ে পৌর এলাকার নয়টি ভোটকেন্দ্র ভোট দেওয়ানো হচ্ছে। অথচ বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। বার বার অভিযোগ করা হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। তাই আমরা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছি।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে
