আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১০:২৮
খুলনায় নগর ভবনে আগুন
বিডিটাইমস ডেস্ক

খুলনা সিটি করপোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার সকালে ভবনের পাঁচতলায় লাইসেন্স শাখায় আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, সকাল ৮. ৫০ মিনিটে নগর ভবনের পাঁচতলায় লাইসেন্স শাখায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বয়রা ও টুটপাড়া স্টেশনে ৮টি ইউনিট আগুন নিয় নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯.২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তারা।
এদিকে ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান দ্রুত নগর ভবনে চলে আসেন।
ফায়ার সার্ভিসের উপপচিালক মিজানুর রহমান জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম
