জাতীয় পতাকা না ওড়ানোয় মাদ্রাসার প্রধান শিক্ষক বরখাস্ত

যশোরের শার্শা উপজেলার গোকর্ণ এবতেদায়ি মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা না ওড়ানো এবং কর্মসূচি পালন না করায় মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগও এনেছে মাদ্রাসা পরিচালনা কমিটি।
সোমবার সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল জলিল।
তিনি জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ওই দিন কোনো কর্মসূচি পালন না করায় এবং মাদ্রাসা তালাবদ্ধ করে রাখায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে একই মাদ্রাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলামকে ৬৫ হাজার টাকার বিনিময়ে জাল শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে
