আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১২
মুন্সীগঞ্জে আ’লীগকর্মী গুলিবিদ্ধ
বিডিটাইমস ডেস্ক

মুন্সীগঞ্জ সদরের মানিকপুর এলাকায় শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলানের ছোঁড়া গুলিতে আওয়ামীলীগকর্মী বছির গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার সকালে জমি বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, বুধবার সকালে একই সিন্ডিকেটের লোকজনের সাথে টাকার ভাগ নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকা এলান এলোপাতাড়ি গুলি ছুঁড়লে বছিরের পায়ে গুলিবিদ্ধ হয়।
এই ঘটনায় বিদেশি পিস্তলসহ এলানকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম