আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৮
বেনাপোলে ২০ বাংলাদেশী আটক
নিজস্ব প্রতিবেদক

বেনাপোল সীমান্ত থেকে অবৈধপথে ভারত থেকে ফেরার অভিযোগে ২০ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকালে তাদের পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হয়।
আটকৃতদের বাড়ি ঢাকা, নড়াইল, ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ অপুর্ব হাসান ঘটনার সত্যতা শিকার করে বলেছেন আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম