আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:৩২
দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিডিটাইমস ডেস্ক

শেরপুর-ঝিনাইগাতী ফিডার রোডের সদর উপজেলায় দুটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরেক ট্রলির হেল্পার (সহায়তাকারী)। আজ শনিবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা মীর্জাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালকের নাম আব্দুল লতিফ (৩০)। তিনি শেরপুর শহরের উত্তর গৌরীপুর এলাকার বাসিন্দা। আহতের নাম মনির হোসেন। তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি তেদন্ত) মাহফুজার রহমান বলেন, ঘাতক ট্রলিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম