আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০৬
ডাকাত সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত
বিডিটাইমস ডেস্ক

কুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে।
শুক্রবার ভোর রাতে রানীচর গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।
এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম
