আপডেট : ৩০ নভেম্বর, ২০১৫ ১৫:২০

নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি

নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থী ইমন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি মোহাম্মদ শহীদুল ইসলাম দুই বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ জানুয়ারি এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। নিহত রফিকুল হাসান ইমনের বাবার নাম নূরু মিয়া মরিশাস প্রবাসী। ইমনের পরিবারের কাছ থেকে বিদেশে যাওয়ার জন্য মুক্তিপণ আদায়ের উদ্দেশে তার চাচাত ভাই ও তাদের দোসররা ইমনকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু অপহরণের পর ইমন অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করে বাড়ির পাশে মুরগির খামারের বর্জ্য ফেলার ডোবায় পুঁতে রাখে।

এ ব্যাপারে নিহতের মা ফেরদৌসী বেগম প্রথমে বন্দর থানায় অপহরণ মামলা করেন। মামলার আঠারো দিন পর লাশ উদ্ধার হলে এ ব্যাপারে হত্যা মামলা হয়।

 

উপরে