আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪৭

প্রবাসে কাজ করছে প্রায় ১ কোটি বাংলাদেশি!

বিডিটাইমস ডেস্ক
প্রবাসে কাজ করছে প্রায় ১ কোটি বাংলাদেশি!

‘বাংলাদেশ থেকে বৈদেশিক কর্মস্থানের জন্য প্রতিবছর ৪ থেকে পাঁচ লাখ কর্মী যাচ্ছে বিভিন্ন দেশে। এভাবে এ পর্যন্ত ১৬০ টি দেশে ৯৬ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে। এই অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস পাচ্ছে এবং তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলছে।’

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘অভিবাসী কর্মীদের কর্মসংস্থান অনেকাংশে নির্ভর করে নিয়োগকারী দেশের অর্থনৈতিক অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রম ও সামাজিক চাহিদার ওপর। এ কারণে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণের জন্য মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ ইউনিট বা টিম কাজ করতে পারে।’

তিনি ফেরত আসা প্রবাসী কর্মীদের সম্পর্কে বলেন, ‘বিদেশে দীর্ঘ সময় বসবাস করে আসার পর অনেক প্রবাসী কর্মীরা নিজেদের সামাজিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে অসুবিধায় পড়েন। অনেক প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ায় অর্থনৈতিক ঝুঁকিতে পড়েন। এজন্য তাদের বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তাদেরকে সামাজিক ও আর্থিকভাবে সংশ্লিষ্ট বা পুনঃএকত্রিকরণের বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করা জরুরি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আন্তর্জাতিক শ্রম সংস্থা-এর মিশন প্রধান শরৎ চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়টির সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার এবং সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএমইটির মহাপরিচালক বেগম শামছুন নাহার।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম

উপরে