আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ১৩:৪০

ব্যাংকিং মেলা: এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট সাউথইস্ট ব্যাংকে

অনলাইন ডেস্ক
ব্যাংকিং মেলা: এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট সাউথইস্ট ব্যাংকে

বেসরকারি ব্যাংকের মধ্যে সাউথইস্ট ব্যাংক স্থায়ী আমানতে (এফডিআর) যেকোনো মেয়াদে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে।

১, ৩, ৬ মাস ও ১ বছর মেয়াদে সর্বোচ্চ ৭ শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকিং মেলায় এ তথ্য জানান তিনি।

দেশের ব্যাংকগুলোর ঋণ ও আমানত স্কিমসহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ৫ দিনব্যাপী (২৪-২৮ নভেম্বর) এ মেলার আয়োজন করে।

মিজানুর রহমান বলেন, সাউথইস্ট ১ মাস মেয়াদে যেকোনো সঞ্চয়ে (এফডিআর) সর্বোচ্চ ৫ শতাংশ ইন্টারেস্ট দেয়, যা অন্য ব্যাংকে ৫ শতাংশের অনেক কম দেয়।

 এছাড়া ৩, ৬ ও ১২ মাস মেয়াদী সঞ্চয়ে সর্বোচ্চ ৭ শতাংশ ইন্টারেস্ট দেওয়া হয়। ফলে ব্যাংক ও মেলা দুই জায়গায় এফডিআরে সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

ব্যাংকের গ্রুপ লিডার মো. ফখরুজ্জামান বলেন, সবচেয়ে কম রেটে চেক বুক সার্ভিস দেওয়া হচ্ছে। ক্রেডিট কার্ডে অন্য ব্যাংকের চেয়ে কম চার্জ নেওয়া হয়।

মেলায় সঞ্চয় স্কিমগুলোতে সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে মিজানুর রহমান বলেন, ২-৮ বছরের স্কিমগুলাতে ৭.৭৫ থেকে ৮ শতাংশ ইন্টারেস্ট হওয়ায় সাড়া বেশি।

এছাড়া ইসলামিক ব্যাংকিং, প্রবাসী ব্যাংকিং, হজ সঞ্চয়, গ্রিন ব্যাংকিং, পেনশন সেভিংস স্কিম, এসএমই স্বপ্নিল, শিখর, স্কুল ব্যাংকিং বেশ জনপ্রিয় স্কিম।

 সাউথইস্ট ব্যাংকের বর্তমানে ২৮ হাজার ২১৮টি ঋণ হিসাব, ৫ লাখ ৯৪ হাজার ৮৬৭টি আমানত হিসাব, ১১৬টি শাখা, ৯৯টি এটিএম বুথ, ৯ হাজার ২৬টি টেলিক্যাশ হিসাব ও ১৪ হাজার ৩১১ জন ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক রয়েছে।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

উপরে