আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৫:২৮
বিকিনিতে কি শাহরুখের মেয়েই? ইন্টারনেটে ভাইরাল ছবি দেখতে ক্লিক করুন
অনলাইন ডেস্ক

এই ছবি আদৌ সুহানা এবং আবরামের কি না, তা অবশ্য নিশ্চিতভাবে বলা যাবে না। কেননা, শাহরুখ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। যদিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এই স্টিল ছবি। বলা হচ্ছে, সি-বিচে সুহানা এবং আবরাম তাদের গ্রীষ্ম কাটাচ্ছে।
তবে শাহরুখের মেয়ে সুহানা যে তার বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয়, তা ভাইরাল হওয়া আর একটি ছবি দেখলেই বোঝা যায়। নীচে দেওয়া রইল দু’টি ছবি।
