গোসলের পোশাকেই রাস্তায় নার্গিস

নানারকম মজার কর্মকান্ডের জন্য প্রায়ই খবরে আসেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। মুম্বাইয়ের রাস্তায় গোসলের পোশাক পরে ঘুরাঘুরি করে আবারও খবরের শিরেনামে তিনি। ভাবছেন হঠাৎ কেন তিনি এ পোশাকে বাইরে বের হলেন? এটি তিনি করেছেন তার পরবর্তী সিনেমা বাঞ্জো’র জন্য।
সিনেমাটির একটি সিক্যুয়েন্সের শুটিংয়ের জন্য এ কাজ করতে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে তাকে খুব একটা বিব্রত মনে হয়নি। সিক্যুয়েন্সটি খুব সুন্দরভাবেই করেছেন তিনি। ইনস্টাগ্রামে এটির ভিডিও পোস্ট করেছেন নার্গিস। ক্যাপশন হিসেবে লিখেছেন, গোসলের পোশাক এবং স্লিপার পরে শহরে ঘুরে বেড়ানোর মতো মজার আর কিছু নেই।
বাঞ্জো সিনেমার গল্পে দেখা যাবে, একটি মেয়ে বিদেশে বড় হয়েছে এবং পরবর্তীতে সে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ভারতে আসে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নার্গিস। বাঞ্জো সিনেমা পরিচালনা করছেন রবি যাদব। নার্গিস ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন রিতেশ দেশমুখ।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম
